বিনোদন প্রতিবেদক: দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বৈশাখি টিভির অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘বৈশাখী সকালের গান’। অনুষ্ঠানে প্রায় প্রতিদিনই নতুন নতুন শিল্পী গান পরিবেশন করে থাকেন। এরই ধারাবাগিকতায় আগামীকাল বুধবার অনুষ্ঠানে গান গাইবেন কণ্ঠশিল্পী প্রিয়াংকা পিয়া। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে বুধবার সকাল ৮-২০ মিনিটে। অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন মামুন আব্দুল্লাহ। ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠান প্রসঙ্গে শিল্পী প্রিয়াংকা পিয়া বলেন গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লাগছে। দর্শকদেরও খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আশা করি গানগুলো শ্রোতা দর্শকরা উপভোগ করবেন।
আগের পোএ্ট
পরে পোষ্ট