অন্য খবরসাহিত্য

বেদনাতুর ১৯৭৫ আগস্টে শহীদদের জীবন আলেখ্য

ডক্টর দিপু সিদ্দিকী: বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালে শহীদদের জীবন আলেখ্য গবেষণাধর্মী গ্রন্থ ‘বেদনাতুর ১৯৭৫ আগস্টে শহীদদের জীবন আলেখ্য’। অত্যন্ত পরিশ্রমী গবেষক এবং বিশ্লেষক অধ্যাপক ডক্টর জেবউননেসা বইটির রচয়িতা।১৯৭৫ সালের ১৫ই আগস্টের প্রায় সকল শহিদের নিয়ে তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ গবেষণামূলক প্রথম গ্রন্থ ‘বেদনাতুর ১৯৭৫ আগস্টে শহীদদের জীবন আলেখ্য’। গ্রন্থটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপক ও বিশিষ্ট বঙ্গবন্ধু গবেষক অধ্যাপক ডক্টর জেবউননেসা । জানিপপ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুকে নিয়ে প্রাত্যহিক সেমিনারের নিয়মিত বক্তা তিনি।গ্রন্থটিতে রয়েছে 27 টি প্রবন্ধ এবং সাতটি অধ্যায় ।প্রবন্ধে ১৫ই আগস্ট নিয়ে রচিত গ্রন্থাদি, শহিদদের স্বজনদের সাক্ষাৎকার, বিশিষ্টজনদের সাক্ষাৎকার, প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও পত্র-পত্রিকার বস্তুনিষ্ঠ তথ্যের সমন্বয়ে ১৫ই আগস্টের শহিদদের জীবন ও কর্ম সন্নিবেশিত করা হয়েছে। গ্রন্থটির প্রথম অধ্যায়ে বিস্তৃত পরিসরে পুঙ্খানুপুঙ্খভাবে বঙ্গবন্ধুর ব্যক্তিজীবন, সমাজজীবন ও রাজনৈতিক জীবন সন্নিবেশিত করা হয়েছে। অন্য অধ্যায়গুলোতে লেখক ১৫ই আগস্টের এমন অনেক শহিদের কথা এনেছেন যাঁদের ব্যাপারে আমরা অজ্ঞাত ছিলাম। আশা করা যাচ্ছে, ১৫ই আগস্টের সকল শহিদদের নিয়ে রচিত পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ গ্রন্থের অভাব এই গ্রন্থটি পূরণ করতে সক্ষম হবে।অন্য অধ্যায়গুলোতে লেখক ১৫ আগস্টের এমন অনেক শহিদের কথা এনেছেন, যাঁরা এ এযাবৎকাল আমাদের অনেকের কাছে অজানা ছিলেন। প্রত্যাশা করা যায়, ১৫ আগস্ট, ১৯৭৫ এর শহিদদের নিয়ে পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ গ্রন্থ রচনার অভাব এই গ্রন্থটি পূরণ করতে সক্ষম হবে।আশা করা যাচ্ছে, ১৫ই আগস্টের সকল শহিদদের নিয়ে পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ গ্রন্থ রচনার অভাব এই গ্রন্থটি পূরণ করতে সক্ষম হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button