বেতন বৈষম্য নিরসনে নওগাঁ পলিটেকনিকে শিক্ষার্থীদের মানববন্ধন

মো: এ কে নোমান, নওগাঁ:

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের ৫১ মাসের বকেয়া বেতন ও ভাতা প্রদানের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও সমাবেশ করেছে। শিক্ষার্থীরা এই দাবির প্রতি সংহতি প্রকাশ করে, কারিগরি শিক্ষার উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে তাদের শিক্ষকদের অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সেই সঙ্গে শিক্ষাঙ্গনের বৈষম্যমূলক আচরণের পরিণতি।

মানববন্ধনটি আজ বুধবার (৩০ অক্টোবর) নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচি শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শিক্ষার্থীরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে শিক্ষকদের এই বেতন-ভাতা সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষাঙ্গনের ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের রাজস্বখাতে প্রক্রিয়াধীন ৭৩৮ জন শিক্ষকের মধ্যে বহু শিক্ষক ৫১ মাস ধরে বেতন-ভাতাবঞ্চিত রয়েছেন। দেশের শিক্ষাব্যবস্থায় ভূমিকা রাখা সত্ত্বেও তাদের এই অবস্থান উদ্বেগজনক। তারা স্লোগানে স্লোগানে বলেন, “আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই” এবং “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের রক্তে উজ্জীবিত এবং আহতদের দ্বারা অনুপ্রাণিত” – যা তাদের দৃঢ় সংকল্প এবং ন্যায়সঙ্গত দাবি তুলে ধরে।

শিক্ষার্থীরা আরো জানান, আমাদের শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক আচরণ কেবল তাদের ব্যক্তিগত জীবনকেই বিপর্যস্ত করছে না, বরং শিক্ষার মানেও প্রভাব ফেলছে। ন্যায্য বেতন না পেলে তাঁরা কিভাবে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দেবেন? তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন যেন দ্রুত এই সমস্যার সমাধান হয়।

উল্লেখ্য, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ১৬ জন শিক্ষক বেতন-ভাতা পাচ্ছেন না, যা তাদের পরিবার এবং জীবনযাপনে বড় ধরনের প্রভাব ফেলছে।

এই বিভাগের আরো খবর