বৃষ্টির পর খেলা শুরু, ৩ উইকেট হারালো ভারত

খেলাধুলা ডেস্ক: 

ভারত-পাকিস্তান ম্যাচের টসের আগেই বাগড়া দিয়েছিল বৃষ্টি। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামের মাঠ কয়েকবার কভার দিয়ে ঢেকে দেয়া হয়েছিল। শেষ পর্যন্ত যদিও নির্দিষ্ট সময়েই টস হয়েছে।

 

সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত থারমান।বৃষ্টিতে মিনিট ত্রিশেক বন্ধ ছিল খেলা। এরপর খেলা শুরু হলে অসমাপ্ত ওভারের বল করতে আসেন শাহিন আফ্রিদি। তার ওভারের শেষ বলটি মিডল স্টাম্পের ওপর গুডলেন্থে করেছিলেন। বলে খানিকটা সুইং ছিল। তাতেই পরাস্ত হয়েছেন রোহিত। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ১১ রান।

 

১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৮০রান তোলেছে ভারত। বৃষ্টির আগে ৪.২ ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলেছিল ভারত। বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খেয়েছে রোহিত শর্মার দল।

 

ভারতের একাদশ:

 

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদব।

 

পাকিস্তানের একাদশ:

 

ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।

এই বিভাগের আরো খবর