এন.সি জুয়েল,কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী।
শুক্রবার (২০ অক্টোবর) দিনব্যাপী বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা বাজার, দেবপুর বাজার,মোকাম ইউনিয়নের নিমসার বাজার সহ বিভিন্ন গ্রামে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কাজের লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সারওয়ার খান,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজন,ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফোরকান আহমেদ সবুজ,ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল মেম্বার,উপজেলা ছাত্র লীগের সভাপতি আবু কাউছার দিপু,ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম,ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তব আলী শাহীন,সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলী হায়দার, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ ভূঁইয়া, সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, শশীদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক,ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগ নেতা রুবেল আহমেদ প্রমুখ।