
মোঃ রায়হান শরীফ; বোরহানউদ্দিন ।। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি’র প্রয়াত ” বাবা ” বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ মিয়ার ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই, মঙ্গলবার গ্রামের বাড়ী কোড়ালিয়া গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় এমপি আলী আজম মুকুল, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর খান সহ বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে অর্থাৎ ১১ জুলাই আলী আশরাফ মৃত্যু বরন করেন।