বিয়ে করতে এসে ঘুমিয়ে পড়েন মাতাল বর। আর এমনটি দেখে বিয়ে হওয়ার আগেই উঠে গেলেন কনে। শেষ পর্যন্ত ঘটনা গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত। ক্ষতিপূরণ চেয়ে মামলা করে বসেছে কনের পরিবার।
ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যের নালবাড়ি জেলায়।
এনডিটিভির প্রতিবেদনে অনুযায়ী, বিয়ের পিঁড়িতে ঘুমিয়ে পড়া ওই বরের নাম প্রসেনজিৎ হালোই।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিয়ে পড়ানোর জন্য পণ্ডিত মন্ত্র পড়লেও মাতাল থাকায় প্রসেনজিৎ সেটি উচ্চারণ করতে পারছিলেন না।
কনের আত্মীয়রা জানিয়েছেন, মাতাল হওয়ার কারণে গাড়ি থেকে ঠিকভাবে নামতে পারেনি প্রসেনজিৎ। আর তার বাবা আরও বেশি মাতাল ছিলেন।
কনের এক আত্মীয় বলেন, ‘বিয়ের অনুষ্ঠান ঠিকঠাকভাবেই চলছিল। কিন্তু বরকে মাতাল অবস্থায় দেখে কনে বিয়ে ভেঙে দেয়ার সিদ্ধন্ত নেন। বরের পরিবারের ৯৫ শতাংশ মানুষই মাতাল ছিলেন।