বিস্ফোরণের ঘটনাগুলো নাশকতা কি না তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীতে সম্প্রতি ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনাগুলো নাশকতা কি না তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের ভেদর গঞ্জ থানার নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার দুটি বিস্ফোরণই প্রাথমিকভাবে গ্যাস থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের বিশেষ দল ঘটনাগুলো তদন্তে কাজ করছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তার মুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে। মুক্তি মেয়াদ বাড়াতে আবেদন করেছেন তার আত্মীয়রা। যথাযত আইন মেনে বিষয়টির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য যে গত রোববার সায়েন্স ল্যাবে একটি ভবনে বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। পরে গত মঙ্গলবার রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় একটি ভবন ধসে ২১ জন নিহত হন।

এই বিভাগের আরো খবর