দেশ

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে গাইবান্ধায় আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধি।।

” নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালনে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।

স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম।

তিনি বলেন- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ দন্ডের বিধান রয়েছে। ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধে রয়েছে- নির্ধারিত মুল্য অপেক্ষা অধিক মূল্যে কেনো পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা। জেনেশুনে ভেজাল মিশ্রিত পণ্য বা ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা। স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নিষিদ্ধ দ্রব্য কোনো খাদ্য পণ্যের সাথে মিশ্রিত ও বিক্রয় করা। মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারনকে প্রতারিত করা। বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করলে বা দাম বেশি নিলে ঢাকাস্থ কারওয়ান বাজার টিসিবি ভবন এর ৮ম তলার মহাপরিচালক বা নিকটস্থ ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বরাবর ইমেইল, ফ্যাক্স, সরাসরি,বা ইলেকট্রনিক মাধ্যমে অভিযোগ দায়ের করলে তদন্তে প্রমানিত জরিমানা আরোপ হলে অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ টাকা প্রদান করা হবে। সে সাথে অভিযোগ জানাতে ১৬১২১ হটলাইনে কল দেয়ার অনুরোধ জানিয়েছেন।

 

বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাদরুল আলম,তাপস চক্রবর্তী তুষার, জসিম উদ্দিন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মিরাজুল ইসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স গাইবান্ধার সহকারী পরিচালক জাকির হোসেন, বাজার মনিটরিং কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কে,এম রেজাউল হক, গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, গাইবান্ধা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসাইন, ডা: সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি সেকেন্দার আলী,পুলিশ পরিদর্শক শামসুল আলম শাহ, পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক আরিফ মিয়া রিজু, বিশিষ্ট ঠিকাদার খান মো: সাঈদ হোসেন জসিম, গাইবান্ধা হোটেল মালিক সমিতির সভাপতি তবারক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রুজ মিয়া, ব্যবসায়ী মিজানুর রহমান, মুদি ব্যবসায়ী তপন সাহা সহ অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button