বিশ্বনাথে শৈসবের স্কুলে সংবর্ধিত  ভাইস চেয়ারম্যান সুইট

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে নিজের শৈসবের স্কুলে সংবর্ধিত হয়েছেন ‘উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান’ মুহিবুর রহমান সুইট। সোমবার (১৩ মে) সকালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ‘তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ কর্তৃপক্ষ নিজের প্রতিষ্ঠানের সাবেক কৃতি ওই শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সুবাস চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার আব্দুর রব রাজু, সাবেক মেম্বার আমির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি সাংবাদিক নূর উদ্দিন, সদস্য লুৎফা জাহান হান্না, মাহমুদা বেগম, ইমরানা বেগম। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর