বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে টাইগারদের জয়

ক্রীড়া প্রতিবেদক: শুরুতে দাপুটে রান তুললেন রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত। পরে অভিষিক্ত তৌহিদ হৃদয় রানের গতি বাড়িয়েছেন। পরে অধিনায়ক সাকিব আল হাসান দায়িত্বশীল এক ইনিংস খেলে স্মরণীয় এক জয় এনে দিলেন বাংলাদেশকে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এটা প্রথম জয়। আগে ব্যাটিং করে ১৫৬ রান তুলেছিল ইংল্যান্ড। পরে শান্ত, সাকিবদের ব্যাটে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের ১৫৬ রানের জবাব দিতে নেমে বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছে। যার নেতৃত্ব দিয়েছেন সাড়ে আট বছর পর দলে ফেরা রনি তালুকদার ও নাজমুল হোসেন শান্ত।

এই বিভাগের আরো খবর