
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা লুৎফর রহমান “মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা”র আমন্ত্রণে গত ১৫ আগস্ট, মঙ্গলবার রাত ৯ টায় আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামী ১৮-২০ আগস্ট আমেরিকার পেনসিলভিনিয়াতে অনুষ্ঠিতব্য “মুনা কনভেনশন ২০২৩” এ বাংলাদেশ কমিউনিটির প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন তিনি। এক মাসের এ সফরে আমেরিকার মুসলিম কমিউনিটির উদ্যোগে আয়োজিত বিভিন্ন অঙ্গরাজ্যে, মাসজিদে অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে তিনি বক্তব্য রাখবেন।
আমেরিকার সফর শেষে কাতারের বাংলাদেশ কমিউনিটির আমন্ত্রণে আগামী ১৭ সেপ্টেম্বর ক্ষণজন্মা এই ইসলামিক স্কলার কাতার সফর করবেন । কাতারের কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ শেষে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে তিনি বাংলাদেশে ফিরবেন। তিনি দেশের সকলের নিকট দুআ কামনা করেছেন।
-প্রেস বিজ্ঞপ্তি।