জাতীয়

বিদ্যুৎ খাতের আধুনিকায়নে উদ্ভাবনী উদ্যোগ ও বেসরকারি খাতের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ খাতের আধুনিকায়নে উদ্ভাবনী উদ্যোগ ও বেসরকারি খাতের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। ২০২৪ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস হতে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন ও পাওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে “Systematic identification and access to land for renewable energy in Bangladesh” শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থায়নের সাথে কম খরচে অর্থায়ন বিষয়টিও সম্পৃক্ত। কৃষির জন্য জমি রেখে নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে সরকার উৎসাহিত করছে ও করবে। রুপটফ সোলারের জন্য নেট মিটারিং কার্যক্রম জোরদার রাখা হয়েছে। অন্যান্য মন্ত্রণালয়ের অব্যবহৃত অকৃষি জমি ব্যবহারেও সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের সহযোগিতায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি ও ভূমির প্রাপ্তি শীর্ষক প্রাক-সম্ভাব্যতা যাচাই করা হয়। যাচাই প্রতিবেদনে ভূমি মন্ত্রণালয়ের সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ জোন করা, ভূমির ডিজিটালভিত্তিক প্লট রেকর্ড, কারিগরিভাবে উপযুক্ত সরকারি ভূমি চিহ্নিত করার পদ্ধতি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের জন্য ভূমি অধিগ্রহণ নিশ্চিত করার জন্য প্রক্রিয়া চালুকরণ প্রভৃতি সুপারিশ করা হয়। প্রাক-সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে ছয়টি সাইট চিহ্নিত করা হয়েছে যেখান থেকে নবায়নযোগ্য উৎস হতে ৬৩০৬ দশমিক ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্রেডার চেয়ারম্যান মুনীরা সুলতানা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button