অর্থনীতিজাতীয়

বিডা’র ওএসএস পোর্টালে ৪টি নতুন সেবা যুক্ত হলো

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) এর অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুনভাবে যুক্ত হলো আরো চারটি নতুন সেবা। মঙ্গলবার বিডা’র কনফারেন্স কক্ষে আয়োজিত বিডা’র অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস সিস্টেমে নতুন চারটি সেবা সংযুক্তির উদ্বোধন অনুষ্ঠানে বিডা’র নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ভিআইপি লাউঞ্জ ব্যবহার, Waiver of Condition 7 প্রদান, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের সিঙ্গেল প্রসেস (নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন ও পেমেন্ট) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দখল সনদ প্রদান সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সংযুক্তির ফলে এখন থেকে বিডার ২০টি সেবা এবং অন্যান্য ২২টি প্রতিষ্ঠানের ৪৭ সেবাসহ মোট ৬৭টি সেবা অনলাইন ওএসএস সিস্টেমের মাধ্যমে প্রদান করা সম্ভব হবে।

উদ্বোধনকালে লোকমান হোসেন মিয়া বলেন, আজ বিডা’র ওএসএস পোর্টালে নতুন চারটি সেবা যুক্ত হওয়ায় , এখন বিনিয়োগকারীরা ঘরে বসেই আরো বেশি বিনিয়োগ সেবা পাবেন, অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সেবা গ্রহণের জন্য বিনিয়োগকারীদের অফিসে আসার কোনো প্রয়োজন নেই। তাঁরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই অতি সহজেই মাত্র ১০ মিনিটের মধ্যেই কাঙ্ক্ষিত সেবা গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। যদি আবেদনে কোনো কাগজ পত্রের খাতটি থাকে তাহলে তা মোবাইলে এসএমএস বা ইমেলের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। এসময়ে তিনি আরো বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রীর দক্ষ দু’দশী নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর জাপান সফরের সময়ে মিতসুবিসিসহ সে দেশের শীর্ষ কোম্পানিগুলো বাংলাদেশে বিপুল বিনিয়োগ ও জাপানি কোম্পানিগুলোর জন্য স্পেশাল অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি জানান, বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার ১৫০ টির বেশি বিনিয়োগসেবা প্রদানের লক্ষ্যমাত্রা বিডা’র রয়েছে।

অনুষ্ঠানে বিডা’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসসমূহের পরিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button