মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির আয়োজনে বিশাল আনন্দ র্যালী ও র্যালী পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় আয়োজন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিংগাইর বাজারে বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে এই আলোচনা সভা শুরু হয়।
এদিন সকাল থেকে সিংগাইর উপজেলা বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে সড়কটি বন্ধ হয়ে যায়। হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখরিত ছিল সিংগাইর বাজার। পরে সেখান থেকে বিজয় র্যালী শুরু হয়।
র্যালীটি সিংগাইর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংগাইর থানার সামনে দিয়ে সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মিনারে জাতির শ্রেষ্ট সন্তানদের শ্রদ্ধা ভরে স্বরণ করেন ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। সব শেষে সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচীর সমাপ্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, পৌর বিএনপির সভাপতি অ্যাড. খোরশেদ আলম ভূঁইয়া জয়, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন, রহমান আকুল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও সাবেক ভিপি কামাল হোসেন, ভিপি জাকির হোসেন, সিংগাইর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ আহবায়ক সাইদুল রহমান সাগর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক খলিলুর রহমান, সিংগাইর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক এমদাদুল হক, কৃষক দল নেতা মুনেম আহমেদ বিপ্লব, জহিরুল ইসলাম, সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাহবুবুর রহমান রনি, যুগ্ন আহবায়ক কামরুল হাসান শাকিল, কলেজ ছাত্রদল নেতা ফয়সাল গাজী, মোহাম্মদ সাহিল, সিংগাইর পৌর ছাত্রদল নেতা মনিরুজ্জামান রাসেল।
এছাড়া সিংগাইরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।