জি কে শামীমের টেন্ডারকাণ্ডে নাম জড়ানো অভিনেত্রী মিষ্টি জান্নাতের আয়ের উৎস নিয়ে আবারো প্রশ্ন উঠেছে, গণমাধ্যমে। তবে, তার দাবী, সবই বানোয়াট গল্প।
তিনি জি কে শামীমকে চিনেন না;এর আগে কখনো দেখেননি। তার নামে এসব গুজব ছড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেন।জি কে শামীমের কল লিস্টে তার নাম্বার রয়েছে।এই বিষয়ে তিনি নিজেকে সেলিব্রেটি দাবি করে বলেন তার নাম্বার সবার কাছে থাকতে পারে। এ নিয়ে অনেকের মনে কৌতূহল জেগেছে।