
দিনাজপুর প্রতিনিধি:
বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ।
রবিবার বিকেল ৪ টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে উক্ত প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামিম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা তারিকুন বেগম লাবুন, জেলা মহিলা যুবলীগের আহ্বায়ক ছবি সিনহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ দিলীপ, সদস্য সচিব রাইসুল ইসলাম, জেলা তাঁতী লীগের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম আলাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান সবুজ, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ। সমাবেশে সঞ্চালনা করেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু।
প্রতিবাদ সমাবেশ শেষে দিনাজপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মী।
এর আগে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে প্রস্তুত আছে আওয়ামী লীগ। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এগিয়ে যাওয়াকে রুখতে পারবে না বিএনপি-জামায়াতের কোন ষড়যন্ত্রই। বক্তারা পাকিস্তানিদের দালাল বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।