রাজনীতি

বিএনপির ডাকাঅবরোধ চলছে, একরাতে ৩৬ যানবাহন ভাংচুর অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ডাকা পঞ্চম দফার দ্বিতীয় দিনের অবরোধ চলছে। সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশে গতকাল বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে আগামীকাল শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।
পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে সকাল থেকে পরিবেশ স্বাভাবিক রয়েছে, তবে যানবাহন কম থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়তে হয়েছে।

অবরোধ কর্মসূচিতে নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নগরীর প্রধান প্রধান পয়েন্টে রয়েছে তাদের অবস্থান, চলছে টহল। এ ছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর চাঁদপুর, ঢাকা, গাজীপুর, বগুড়া, সিলেট, হবিগঞ্জ, নোয়াখালী ও চট্টগ্রামে ৩৬ যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

চাঁদপুরে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট ও পল্লী বিদ্যুৎ এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই ভাঙচুর চালানো হয়। এতে অন্তত ২০টি সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কয়েকজন সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় তারা ঢিল মেরে কয়েকটি অটোরিকশার ভাঙচুর করে। এসময় কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকার দোহার বাজারে রাত ১০টার দিকে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জাননো হয়েছে।

চট্টগ্রামে রাত ১০টা ৫০ মিনিটের দিকে খুলশীর ওয়াসার মোড় এলাকায় রাস্তার পাশে পার্কিং করা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গেছে বলে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) খুলশী থানার ওসি রুবেল হাওলাদার জানান, চট্টগ্রামের ওয়াসা মোড় এলাকার আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা দুইটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সিলেটে রাত পৌনে ৯টার দিকে শাহপরানের দাসপাড়ায় লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। সিলেট সেনানিবাস ফায়ার স্টেশনের ২ ইউনিট আগুন নেভানোর কাজ করে।

বগুড়া সদরের শাকপালায় একটি কনটেইনারবাহী লরিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বগুড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট সেখানে যায়।

নোয়াখালী দত্তের হাট এলাকায় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল হক রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১২টায় শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় বাসে আগুনের এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

টঙ্গীতে একটি মালবাহী পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। চালকও গাড়ি নিয়ে চলে যান।

হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় বুধবার সাড়ে ৭টায় প্রায় ৫০ জন যুবক মিছিল বের করে। এসময় প্রধান সড়কে ২টি প্রাইভেট কার, পিকআপ ভাঙচুর করে তারা। পরে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ করে দ্রুত এলাকা ত্যাগ করে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ হামলার অভিযোগ করে ২৯ অক্টোবর সারা দেশে হরতাল ডাকে দলটি। পরে সেই হরতালে সমর্থন জানান জামায়াতে ইসলামী।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন সর্বাত্মক অবরোধ ডাকে দল দুটি। পরে দ্বিতীয় দফায় ৫ থেকে ৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮ থেকে ৯ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি-জামায়াত। পরে তৃতীয় দফা অবরোধের শেষদিন বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে নতুন করে রোববার (১২ নভেম্বর) ও সোমবার (১৩ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

এসব কর্মসূচি চলাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের সিনিয়র নেতাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। আর গ্রেপ্তারের বাইরে থাকা নেতারা আত্মগোপনে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button