হেলাল আহমদ , বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
পণ্যের গুণগত মান নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখতে বালাগঞ্জে বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে পৃথক পৃথক অভিযানে প্রায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার বালাগঞ্জ বাজার, মোরার বাজার এবং ওসমানীগঞ্জ বাজারে এসব অভিযান পরিচালনা করা হয়। পৃথকভাবে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।
আদালত অভিযানকালে চাল, ডাল, পেয়াজ, রসুন, আদা, মাংস, ডিম, ফল, শাকসবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্য তালিকা যাচাইবাছাই করে এ সংক্রান্ত আইন অমান্যকারীদের কাছ থেকে জরিমানা আদায় করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৮ অক্টোবর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ওসমানীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে ২টি মামলায় ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে গত রোববার (২৭ অক্টোবর) বিকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক। আদালত পরিচালনাকালে ২টি মামলায় ৮শ টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া গত শনিবার (২৬ অক্টোবর) দুপুরে বালাগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ। আদালত পরিচালনাকালে ৫টি মামলায় ৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়।