বিনোদন প্রতিবেদক: দর্শকপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ ২০২১ এর পূজাটাই তার বাবার সঙ্গে উদযাপন করার সুযোগ পেয়েছিলেন। ২০২২ সালের ২৮ জুন তার বাবা পরলোক গমন করেন। ২০২২ ও ২০২৩ স্বর্ণ তার বাবাকে ছাড়াই দুর্গা পূজা উদযাপন করলেন। যথারীতি এবারও তাই। আর কোনোদিন বাবার সঙ্গে স্বর্ললতার পূজা উদযাপনের সুযোগ হবেনা, এমন বিষয় যখন খুব নীরবে নির্ভৃতে ভাবেন স্বর্ণ তখন ভীষণ মন খারাপ হয় তার। এরইমাঝে ২০২৪-এর দুর্গাপূজাও শেষ হলো। যথারীতি এবারও ঢাকাতেই পূজা উদযাপন করেছেন স্বর্ণলতা তার পরিবার। মা, বোন সুমী, স্বামী সুব্রত, ভাই’সহ পরিবারের সবার সঙ্গেই এবারের দুর্গাপূজা উদযাপন করেছেন তিনি। কিন্তু কোথায় যেন একটা শূণ্যতা কাজ করেছে স্বর্ণ’র মাঝে পূজা উদযাপনের ফাঁকে ফাঁকে। মাঝে মাঝে নিজের অজান্তে এখানে ওখানে বাবাকে খুঁজে বেরিয়েছেন। কখনো কখনো এমনও মনে হয়েছে, হয়তো এই বুঝি তার বাবা চলে আসবেন। কিন্তু যারা এই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান তারা তো আর ফিরে আসেন না। এই পরম সত্যিটাই মেনে নিতে কষ্ট হয় স্বর্ণ’র। তারপরও নিজের আবেগকে সংযত করে বেঁচে থাকার চেষ্টা তার। ২০২২ সালে পূজা’র সময়টাতে স্বর্ণলতা ছিলেন ভারতে। ২০২৩ সালের পূজা ঢাকাতে উদযাপন করেছেন। তবে এবার ইচ্ছে ছিলো কক্সবাজারে পুরোটা সময় থাকতে। কিন্তু হয়ে উঠলোনা। তবে এবারের পূজাটাও বেশ উপভোগ্য ছিলো বলে জানান স্বর্ণ। স্বর্ণলতা বলেন, পরিবারের সবাই মিলেই এবারের দুর্গা পূজা উদযাপন করেছি। তবে গেলো বছর যেসব স্থানে পূজার জন্য ম-প ছিলো সেখানে এবার তা আর হয়নি। তারপরও আমরা বিভিন্ন পূজা ম-পে গিয়েছি। পূজায় অংশগ্রহন করেছি। তবে বাবা বেঁচে থাকলে হয়তো পূজার আনন্দটা আরো অনেক বেশি হতো। আরো নানান কিছু হয়তো বাবার পরিকল্পনায় থাকতো। কিন্তু সত্য এটাই যে বাবা আর আমাদের মাঝে নেই। তারপরও বলা যায় প্রতি মুহুর্তেই বাবাকে মনে পড়ে, খুংব কষ্ট হয়। এই কষ্টটা আসলে বুঝানোর মতো নয়। মা আমাকে অনেক সময় সান্ত¡না দেন, তারপরও অনেক সময় আবেগের কাছে হেরে যাই। নীরবে চোখে জল আসে। কিছুই করার নেই। সবাই আমার বাবার জন্য প্রার্থনা করবেন যেন তিনি স্বর্গবাসী হন।’ এদিকে সম্প্রতি দীপ্ত টিভিতে প্রচার শেষ হওয়া কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’ ধারাবাহিকের নিগার চরিত্রটি এতোটাই জনপ্রিয় হয়ে উঠেছিলো চরিত্রটিতে অভিনয়ের কারণে স্বর্ণলতাও বেশ আলোচনায় এসেছিলেন। দেশে বিদেশে নিগার চরিত্রে অভিনয়ের জন্য দারুণ সাড়া পাচ্ছিলেন তিনি। একই পরিচালকের ‘গোলমাল’ ধারাবাহিকেও অভিনয় করছেন তিনি। এরইমধ্যে স্বর্ণলতা নাসির উদ্দিন মাসুদের পরিচালনায় একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন। নাটকের নাম ‘ব্রোকেন ফ্যামিলি’। এই ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে নাটকটির প্রচার শুরু হয়নি এখনো। স্বর্ণলতা অভিনীত আরো একটি নতুন ধারাবাহিকের প্রচার শুরু হয়েছে। নাটকের নাম ‘কমন প্রবলেম’, পরিচালনা করছেন তপু খান। এই ধারাবাহিকটি গেলো মাসেই বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে। গত পূজায় স্বর্ণলতা বাংলাভিশনের রান্না বিষয়ক একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহন করেছেন, যার প্রযোজনায় ছিলেন সুব্রত দে।
আগের পোএ্ট
পরে পোষ্ট