Home খেলার খবর বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল।

467
0
SHARE

 

স্টাফ রিপোর্টার।। জে আর মুন্না।

গত ১৬/০৪/২০২২ ইং তারিখ শনিবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন(বিএসপিএ) ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান পরিচিত প্রিয়মুখদের নিয়ে বার্ষিক ইফতার মাহফিল আয়োজন করে।

শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়,ইফতার মাহফিলে আল্লাহর দরবারে মানুষের কল্যানের জন্য দোয়া করা হয়।

জাতীয় পদকপ্রাপ্ত, বি,কে,এস,পির সাবেক ছাএ ও সাবেক জাতীয় দলের হকি খেলোয়াড় জনাব মামুনুর রশিদ,জনাব রফিকুল ইসলাম কামাল সাবেক জাতীয় দলের অন্যতম হকি খেলোয়াড়গণ উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম(গোল্লা),মামুনুল ইসলাম সাবেক বি,কে,এস,পির ছাএ সহ সাবেক হকি খেলোয়াড়গণ, বি,কে,এস, পির সাবেক ছাএ উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় হকি দলের নব-নির্বাচিত বর্তমান ম্যানেজার ও অন্যতম ক্রীড়া সংগঠক জনাব তারেক এ. আদেল উক্ত বার্ষিক ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে সবাই ভালোবাসায় সিক্ত ও মহান আল্লাহর কাছে আগামী বছর ইফতার মাহফিলে সবাই একত্রিত হবার অনুভূতি ব্যাক্ত করেন।

image_print