বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের ১৪ দফা দাবী, বাস্তবায়নে সহযোগিতা চান প্রধানমন্ত্রীর
সময়ের চিত্র রিপোর্ট:
সংবাদপত্র শিল্পের চলমান সমস্যার সমাধানে বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের উদ্যোগে আজ ২৫ মে শনিবার ডেইলী ইন্ডাস্ট্রি কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সভাপতি ও ডেইলী ইন্ডাস্ট্রি’র সম্পাদক ও প্রকাশক ডক্টর এনায়েত করিমের সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক, দৈনিকসমাজ বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক ইউনুস সোহাগের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মমিনুর রহমান মামুন, দৈনিক ভোরের ডাক’র সম্পাদক ও প্রকাশক এ কে এম বেলায়েত হোসেন, দৈনিক পাঞ্জেরীর সম্পাদক ও প্রকাশক নুরুল ইসলাম, ডেইলি বিজনেস ফাইল’র প্রকাশক ও সম্পাদক অভি চৌধুরী, দৈনিক তরুণ কণ্ঠ’র সম্পাদক রফিকুলইসলাম শান্ত, দৈনিক আলোর জগত’র প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক তালুকদার, দৈনিক মুক্ত তথ্য’র সম্পাদক ও প্রকাশক এড এম এ মজিদ, মাতৃভূমির খবর’র সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম, দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক ও প্রকাশক এ আর এম মামুন,সংবাদ পতিক্ষণ’র সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল, দৈনিক বিশ্বমান চিত্র’র সম্পাদক ও প্রকাশক রাসেদ উদ্দিন, প্রমুখ।
সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকগণ বলেন, আমরা নিজেদের কোটি কোটি টাকা বিনিয়োগ করে সংবাদপত্র প্রকাশ করছি। সরকারি সংস্থাগুলি আমাদের বকেয়া বিজ্ঞাপন বিল সময়মত পরিশোধ না করলে আমরা প্রকাশনা টিকিয়ে রাখবো কিভাবে? আর সাংবাদিক কর্মচারিদের বেতন-ভাতাই বা পরিশোধ করবো কোথা থেকে? সভায় সংবাদপত্র শিল্প টিকিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করা হয়।
এ সময় বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের পক্ষ থেকে ১৪ দফা দাবি পেশ করেন সংগঠটির সভাপতি ডক্টর এনায়েত করিম ও সাধারণ সম্পাদক ইউনুস সোহাগ
দাবিগুলি হলো: ডিএফপিসহ সকল সরকারী সংস্থার কাছে বকেয়া বিজ্ঞাপন বিল আগামী জুনের মধ্যে পরিশোধ করতে হবে। সরকারী বিজ্ঞাপনের সুষম বন্টন নীতিমালা প্রনয়ন করতে হবে এবং প্রতিটি বিজ্ঞাপণ কমপক্ষে ২টি ইংরেজী ও ৪টি বাংলা পত্রিকায় প্রদান করতে হবে। বিজ্ঞাপন বিলের উপর অগ্রীম আয়কর এবং সার্ভিস চার্জ বাতিল করতে হবে। ইংরেজী ও বাংলা পত্রিকার সরকারী বিজ্ঞাপনের মূল্য বৈষম্য দুর করতে হবে। নিবন্ধিত পত্রিকার অন-লাইন পোর্টালে সরকারী বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ করে প্রচারের ব্যবস্থা করতে হবে। সরকারী বিজ্ঞাপনের মূল্য বাজার ভিত্তিক (মূল্যস্ফীতির ভিত্তিতে) বৃদ্ধি করতে হবে। সংবাদপত্র শিল্পের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। সাংবাদিক কর্মচারীদের আবাসন ব্যবস্থা করতে হবে। সংবাদপত্র শিল্পের জন্য আসন্ন বাজেটে ৫,০০০ (পাঁচ হাজার) কোটি টাকার বিশেষ বরাদ্দ দিতে হবে। প্রকাশিত বিজ্ঞাপন বিল সর্বোচ্চ তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে। সংবাদপত্র কর্মীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে হবে। সংবাদকর্মীদের জন্য বিশেষ পেনশন স্কীম চালু করতে হবে। ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টসহ সকল কালা-কানুন বাতিল করতে হবে। সকল সম্পাদককে ভি আই পি মর্যাদা প্রদান করতে হবে।