বর্তমান সরকারও আমাদের হয়রানি করছে অভিযোগ: ভুক্তভোগী পরিবার

এম এইচ শাহীন, গাজীপুর: বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনের ঘটনায় গাজীপুরে দায়ের করা হত্যা মামলায় বিএনপির এক কর্মীকে জড়িয়ে হয়রানির অভিযোগ তুলে তার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

সোমবার বেলা ১১টায় গাজীপুর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগীদের দাবি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির কর্মীকে এই মামলায় জড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের মতো বর্তমান ফ্যাসিস্ট সরকারও আমাদের হয়রানি করছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। এখন গ্রেফতারের ভয়ে আমরা এলাকায় থাকতে পারছি না। এছাড়াও আমরা শ্রীপুরে বিএনপির স্থানীয় রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে আসছি। বিভিন্ন দলীয় কর্মসূচি ও মিছিলে আমাদের অংশগ্রহণের প্রমাণ রয়েছে। অথচ একটি কুচক্রী মহল আমাদের সামাজিকভাবে হেয় করতে এবং ব্যক্তিগত শত্রুতার কারণে হাসিবুল হাসান, সাখাওয়াত হোসেন এবং আবুল কালাম আজাদকে আসামি করা হয়েছে। একইভাবে বিএনপির সক্রিয় কর্মী ও জাসাস সদস্য মো. রাফিজ উদ্দিনকেও শ্রীপুর থানার আরেকটি মারামারির মিথ্যা মামলায় জড়িয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দ্রুত এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার এবং তাদের হয়রানি বন্ধের দাবি জানান।

এই বিভাগের আরো খবর