
বরগুনা প্রতিনিধি।।
বরগুনা জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মেরিট অ্যাওয়ার্ড সম্মাননা- ২০২৩ প্রদাণ করেছে বরগুনা ইংলেশ ল্যাংগুয়েজ ক্লাব এন্ড রিসোর্স একাডেমি।
বরগুনার আরডিএফ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ৮০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ অতিথিরা।
ল্যাংগুয়েজ ক্লাব এন্ড রিসোর্স একাডেমির সভাপতি সোহেল হাফিজের সভাপতিত্বে আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের পরিচালক জামাল হাদী।
আরও বক্তব্য রাখেন আরডিএফয়ের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি সঞ্জীব দাস, সুপ্রীম কোর্টের আইনজীবী লুৎফুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ মেহেদি হাসান, ডাঃ সামসুদ্দোহা, ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম, উন্নয়ন সংগঠক হোসনেয়ারা হাঁসি, হাফেজ বাকি বিল্লাহ, মেহেরাব অনিক, শিক্ষার্থী বদরুদ্দোজা সাফিন, ওয়ালিদ।