দেশ

বরগুনার তালতলীতে নৌকাকে পরাজিত করে প্রথমবারের মত হাতপাখা জয়ী

বরগুনা প্রতিনিধি।।

দলীয় কোন্দল ও ত্যাগীদের অবমূল্যায়নের কারণে বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নে নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ফারুক খান । এর মধ্য দিয়ে এ জেলায় প্রথমবারের মতো হাতপাখা প্রতীকের প্রার্থী জয়ী হলেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ ) শেষ ধাপের ইউপি নির্বাচনে শারিকখালী ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন ফারুক খান । উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফারুক খান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগের বিদ্রাহী জাকির হোসেন আনারস প্রতীক নিয়ে ১হাজার ৪৭৩ ভোট পেয়েছেন। তৃতীয় হয়েছেন নৌকার প্রার্থী আবুল বাসার তালুকদার ১হাজার ৪৪০ ভোট। এই ইউনিয়নে ভোটার সংখ্যা ৭হাজার ৭৯৮ জন। ৬ হাজার ৩৮২ ভোট কাস্টিং হয়েছে। প্রায় ৮২ শতাংশ ভোট পড়েছে ইভিএমে। চেয়ারম্যান পদে নৌকা ও হাতপাখাসহ প্রার্থী ছিলেন পাঁচ জন।

নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা বলেন, আবুল বাসার তালুকদার বর্তমান চেয়ারম্যান গত পাঁচটি বছর দলের কোনো লোককে মূল্যায়ন করেনি। তাছাড়া অভ্যন্তরীণ কোন্দলের কারণে এমনটি হয়েছে। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল, বিএনপির এক নেতাও প্রার্থী ছিলেন। তারা সবাই একত্রিত হয়ে চেষ্টা করেছেন নৌকাকে হারাতে। এজন্যই নৌকার ভরাডুবি হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণের পর গণনা শেষে এ ফল ঘোষণা করা হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button