নালিতাবাড়ী,শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক বন্যায় মাটির দালান ঘর ভেঙে চরম দুর্ভোগে প্যারালাইসিস রোগী নুর নাহার (৫৫) এর পরিবার।
উপজেলার বাঘবের ইউনিয়নের দক্ষিণ রানীগাও গ্রামে এক ছেলে ও এক মেয়ে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন নুর নাহার।
২০ বছর আগে স্বামী মারা গেলে বাবার বাড়ির মাটির দালানই ছিলো শেষ ভরসা। কিন্তু সাম্প্রতিক উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ঘরটি বিধ্বস্ত হয়ে গৃহহারা হয়ে গেছে পরিবারটি।
সরেজমিনে সাংবাদিক গেলে অসুস্থ নুর নাহার একদৃষ্টিতে চেয়ে থাকেন। তার চাহনি যেন বলে দিচ্ছে থাকার জন্য একটি ঘর চাই তাদের।
স্থানীয়রা জানান নতুন করে ঘর দেওয়ার মতো সামর্থ্য নেই এই পরিবারের। এলাকাবাসী ও অসহায় নুর নাহারের পরিবারের দাবি বিত্তবান সমাজ বা সরকার যেন তাদের একটি থাকার ঘর দিয়ে মৌলিক অধিকার বাসস্থান পুরন করে।