বিনোদন ডেস্ক:
মাথায় বন্দুক ঠেকিয়ে নায়িকার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ছিনিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক টাকা। আর এ ঘটনা ঘটিয়েছে অভিনেত্রীরই বাড়ির কর্মচারী। বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়ালের বাড়িতেই ঘটেছে ভয়ঙ্কর এ ঘটনা। পরে পুলিশকে জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন নিকিতা।
অভিনেত্রীর বাড়ি থেকে নগদ সাড়ে তিন লাখ টাকা ও কিছু মূল্যবাণ গয়না চুরি করে নিয়েছে ডাকাতরা। নিকিতার অভিযোগ, বাড়ির কর্মচারীই ঘটিয়েছে এ ঘটনা। সেই ডাকাতি করেছে।
বাড়িতে যখন ভয়াবহ এ ডাকাতির ঘটনা ঘটে, তখন কর্মচারী বাড়িতে ছিলেন না। ওই সময় শুধুই নিকিতা একা ছিলেন।
নিকিতা বলেন, ঘাড়ে বন্দুক ও ছুরি নিয়ে হুমকি দেওয়া হয় এবং তাদের কথা না মানলে ক্ষতি করার কথা বলে, তখন আপনি কিছুই করতে পারবেন না। তারা প্রায় সাড়ে তিন লাখ টাকা ও কিছু মূল্যবান গয়না নিয়ে গেছে আমার। যেগুলো খুবই কষ্টের টাকায় কিনেছিলাম।