খেলাধূলা ডেস্ক:
প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েছিল পাকিস্তান। তবে প্যাট কামিন্সের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরে যায় মোহাম্মদ রিজওয়ানের দল। সিরিজ বাঁচাতে তাই দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের সামনে। এমন ম্যাচে অজিদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা এনেছে পাকিস্তান।
শুক্রবার (৮ নভেম্বর) অ্যাডিলেড ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক রিজওয়ান। ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই পেসার হ্যারিস রউফ ও শাহীন আফ্রিদির তোপে ৩৫ ওভারে ১৬৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
দলের পক্ষে স্টিভেন স্মিথ করেন সর্বোচ্চ ৪৮ বলে ৩৫ রান। এছাড়া জস ইংলিশ ২৫ বলে ১৮ ও ম্যাথুউ শর্ট করেন ১৫ বলে ১৯ রান। পাকিস্তানের পক্ষে রউফ ৫টি ও শাহীন নেন ৩টি উইকেট।
১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানকে উড়ন্ত শুরু এনে দেন সায়েম আয়ুব ও আব্দুল্লাহ শফিক। অজি বোলারদের ওপর চড়াও হন এই দুই পাক ওপেনার। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তারা।
দলীয় ১৩৭ রানে ৭১ বলে ৮২ রান করে অ্যাডাম জাম্পার বলে আউট হন আয়ুব। তার বিদায়ের পর ক্রিজে আসা বাবর আজমকে সঙ্গে নিয়ে ১৪১ বল হাতে রেখে জয় পায় পাকিস্তান। শফিক ৬৯ বলে ৬৪ ও বাবর ২০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।