জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ:
বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, নতুন বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেব।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা পরিষদ ও সরকারি পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম (আনন্দ প্রিন্টার্স) পরিদর্শন কালে তিনি একথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, আমরা চেষ্টা করছি, নতুন বই ছাপার কাজ দ্রুত শেষ করার। বইয়ের কাগজ মানসম্মত, নির্ভুল ও স্পষ্ট লেখা যাতে হয় সে বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আশা করছি, আগামী বছরের জানুয়ারি মাসের শুরুতেই কোমলমতি শিশুদের হাতে নতুন বই পৌছে দিতে পারব।
এদিন তিনি সিংগাইর উপজেলা পরিষদ পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে দুটি ফুল গাছ রোপন করেন। পরে তিনি সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ঝৃষিপাড়া সরকারি পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম (আনন্দ প্রিন্টার্স) পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সহকারি কমিশনার (ভূমি) হাবিবুর রহমান, সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) নাজমুল হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, আনন্দ প্রিন্টার্সের ব্যবস্থাপনা পরিচালক রব্বানী জব্বারও সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভসসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর