Home খেলার খবর বঙ্গ মাতা তৃতীয় জাতীয় মহিলা উশু চ্যাম্পিয়নশিপ -২০২২ উদ্বোধন।

বঙ্গ মাতা তৃতীয় জাতীয় মহিলা উশু চ্যাম্পিয়নশিপ -২০২২ উদ্বোধন।

263
0
SHARE

রিপোর্টারঃ জে আর মুন্না ।।

বঙ্গ মাতা তৃতীয় জাতীয় মহিলা উশু চ্যাম্পিয়নশিপ -২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি ও উশু ফেডারেশন এর সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবাহান গোলাপ ভাই এমপি উশু ফেডারেশন এর সভাপতি। সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক এমপি সানজিদা আপা।

image_print