
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবাজারের বরিশাল প্লাজা মার্কেটের চতুর্থ তলায়র আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তা রাসেল ফারুক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
এর আগে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া পাঁচটি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে পাঁচ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গবাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগলো। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।