বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কল্যানে প্রাইমারি শিক্ষকরা সম্মানের সাথে বেঁচে আছেন- এমপি শাওন

স্টাফ রিপোর্টার, তজুমদ্দিন।। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদেরকে নিয়ে সমাবেশ করেছেন ভোলা -৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় তজুমদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে আধুনিক হল রুমে প্রাথমিক শিক্ষক সমিতির প্রায় পাঁচ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

 

এসময় এমপি শাওন বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। ১১ হাজার প্রাথমিক বিদ্যালয স্থাপন করে ৪৪ হাজার শিক্ষক নিয়োগ ও চাকুরী সরকারীকরণ করেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। ২০১৪ সালের ৯ মার্চে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেন ও সহকারী শিক্ষকদের বেতনস্কেল এক ধাপ উন্নিত করেন।

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কল্যানে প্রাইমারি শিক্ষকরা সম্মানের সাথে বেঁচে আছে। পাঁচ শত টাকার বেতন শেখ হাসিনা ১৫ হাজারে উন্নিত করেছেন।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন

আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ, মেহেদী হাসান মিসু, মোহাম্মদ রাসেল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কলিমুল্লাহ মনু প্রমুখ।

 

এই বিভাগের আরো খবর