বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় পুলিশ একটি প্রাইভেটকার তল্লাশি করে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। আর এই মাদকদ্রব্য পরিবহন ও অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ বাবুল হোসেন ও চালক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে। তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থেকে তাদের প্রাইভেটকার যোগে ৮৬ কেজি শুকনা গাঁজা ঢাকার পথে নিয়ে যাচ্ছিল। বগুড়া পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শহরের মাটিডালি বিমানমোড়ে কারটি থামানোর চেষ্টা করলে কারের চালক পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পিছু ধাওয়া করে কারটি গাবতলি উপজেলার সন্ধ্যাবাড়ি গ্রামে আটকিয়ে দেয়। সেখানে এই প্রাইভেটকারটি তল্লাশি করে ২০টি প্যাকেটে ৮৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি বাবুল হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য পরিবহন ও ব্যবসার সাথে জড়িত থাকার মামলা রয়েছে।