ফের বৃষ্টির হানা, খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় দফার বৃষ্টিতে আবারো বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বন্ধ রয়েছে। ৭ ওভার ২ বলে টাইগাররা যখন ৪৪ রান সংগ্রহ করে ঠিক তখই বৃষ্টি শুরু হয়।

এর আগে ৩ ওভারে বাংলাদেশ ১ উইকেটে ১০ রান তোলার পর নামে বৃষ্টি শুরু হয়েছিল।

শুক্রবার চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ১২৪ রান করেছে জিম্বাবুয়ে। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১২৫ রান।

বাংলাদেশের পক্ষে ওপেনিংয়ে নামেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান। তিন বলে মাত্র এক রান করেই ফেরেন লিটন। পরে নামেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গুম্বি, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ক্লাইভ মাদান্দে, লুক জঙ্গুয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

এই বিভাগের আরো খবর