
নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবার দামের ঊর্ধ্বগতির মধ্যে চিনির মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।
চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠনটি বৃহস্পতিবার জানিয়েছে, নতুন এ দাম কার্যকর হবে পয়লা ফেব্রুয়ারি থেকে।
এর আগে দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠক করে সংগঠনটির নেতারা।
দাম বাড়ানোর ফলে ৪ টাকা বেশি দিয়ে প্যাকেটজাত এক কেজি চিনি ১১২ টাকায় কিনতে হবে ভোক্তাকে। এর আগে এ চিনির কেজি ছিল ১০৮ টাকা।
ভাষার মাসের প্রথম দিন থেকে পরিশোধিত খোলা চিনির কেজিপ্রতি দাম পড়বে ১০৭ টাকা, আগে যা ছিল ১০২ টাকা।
সবশেষ গত বছরের ১৭ নভেম্বর কেজিতে প্যাকেটজাত চিনির দাম ১৩ টাকা বাড়িয়ে ১০৮ টাকা নির্ধারণ করা হয়। আগে এর কেজি ছিল ৯৫ টাকা।
বেশ কিছুদিন ধরেই বাজারে চিনির সংকট দেখা যাচ্ছিল। এর মধ্যেই চলতি সপ্তাহের শেষ দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দরবৃদ্ধির খবর এলো।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বছরে চিনির চাহিদা ১৮ থেকে ২০ লাখ টন।
দেশের রাষ্ট্রায়ত্ত মিলগুলোতে চিনির উৎপাদন ৩০ হাজার টন। চাহিদার বাকিটা আমদানি করতে হয় বিদেশ থেকে।