দেশ

ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

হামিদুল সভাপতি ও সাধারণ সম্পাদক ফরিদ 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়ন ১৪৭৫ এর দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনে ৮টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সভাপতি, সহ-সাধারন সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে কেউ নির্বাচন না করায় তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মোঃ হামিদুল ইসলাম,সহ সাধারন সম্পাদক পদে আসাদুল ইসলাম ও দপ্তর সম্পাদক পদে ইদ্রিস আলী নির্বাচিত হন। ২৯৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগের মধ্যদিয়ে ৫টি পদে উৎসব মুখোর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি সাইফুল ইসলাম জগ প্রতীক নিয়ে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মুকুল চন্দ্র সরকার ফুটবল প্রতিকে ৬৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ফরিদ আলী খেজুরগাছ প্রতীক নিয়ে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সোহেল রিক্সা প্রতীকে ৬৯ ভোট পান। কোষাধ্যক পদে আলতাব হোসেন হতি প্রতীক নিয়ে ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইমরান হোসেন তালা প্রতীকে ৭২ ভোট পান। কার্যকারী সদস্য পদে রাজিকুল ইসলাম আম প্রতীক নিয়ে ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। কার্যকারী সদস্য পদে রানা হাসান হরিণ প্রতীক নিয়ে ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি কাচি প্রতীকে ১৫৪ ভোট ও অমৃত  চন্দ্র দাস টেলিভিশন প্রতীকে ৬৩ ভোট পান।  নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ হামিদুল  ইসলাম বলেন, আমাদের নতুন কমিটি শ্রম আইনের ভিতরে থেকে শ্রমীকদের সকল স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিবেন। সকলকে ঐক্যবন্ধ থেকে সংগঠনটিকে শক্তিশালী করে গড়ে তুলতে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার রায়হান কবিরের নেতৃত্বে তিন সদস্য নির্বাচন কমিটি গঠন করে নির্বাচন পরিচালনা করা হয়। এসময় দিনাজপুর শ্রম কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরসহ নির্বাচন চলাকালে পুলিশ,আনসার ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button