Home খেলার খবর ফুটবলে জাতীয় পর্যায়ে সেরা খেলোয়াড় হওয়ায় শান্তকে পিরিজপুর অনুপম সংঘের সংবর্ধনা 

ফুটবলে জাতীয় পর্যায়ে সেরা খেলোয়াড় হওয়ায় শান্তকে পিরিজপুর অনুপম সংঘের সংবর্ধনা 

277
0
SHARE

সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী : পিরিজপুর অনুপম সংঘের খেলোয়াড় আহসান হাবিব শান্ত অনুর্ধ ১৭ জাতীয় পর্যায়ের ফুটবল খেলায় দেশ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় তাকে ও পুরাতন কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিলো পিরিজপুর অনুপম সংঘ। অনুষ্ঠানের শুরুতে পুরাতন কৃতি খেলোয়াড়দের রজনী গন্ধা ফুল দিয়ে বরণ করে নেই অনুপম সংঘের খেলোয়াড়রা।

আজ শুক্রবার বিকেলে পিরিজপুর অনুপম সংঘের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে অনুপম সংঘের আহবায়ক ও ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুপম সংঘের কৃতি খেলোয়াড় কফিলউদ্দিন, মাইনুল ইসলাম মিনু, আনারুল ইসলাম, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাবিয়াট রহমান, প্রধান শিক্ষক মাহফুজউল আলম তোতা, কৃতি খেলোয়াড় হেলমেটে, মিল্লাত, ফরাদ, নয়ন, মিলন, ইন্জিনিয়ার রাজু আহমেদ রাজু, ওসমান, মুক্তা, অনুপম সংঘের ফুটবল কোচ শিহাব উদ্দিনসহ আরো অনেক। পিরজপুর নুরহামিম (বীর প্রতিক) ফুটবল একাডেমি ও পিরিজপুর অনুপম সংঘের পক্ষে থেকে সম্মাননা স্মারক হিসেবে আহসান হাবিব শান্তকে দুইটি ক্রেস্ট ও পুরাতন কৃতি খেলোয়াড়দের জার্সি প্রদান করা হয়।

পুরাতন যে কৃতি খেলোয়াড়রা মৃতু্যবরণ করেছে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

image_print