Home ছবির গ্যালারী ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন...

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই

60
0
SHARE

নিজস্ব প্রতিবেদক।।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। বেশি বেশি খেলার আয়োজন করতে হবে, যাতে নতুন প্রজন্ম বিপথে যাওয়ার পরিবর্তে খেলায় সময় কাটাতে পারে। খেলা একইসঙ্গে শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায়।’

বুধবার (২৪ নভেম্বর) বিকেলে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে পৌর মেয়র গোল্ডকাপ টুর্নামেন্টে চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

এসময় নিক্সন চৌধুরী সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য ফরিদপুর পৌর মেয়র ও জেলা ক্রীড়া সস্থাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘কিছুদিন আগেও ফরিদপুর একটি আতঙ্কের জনপদ ছিল, সন্ত্রাসের জনপথ ছিল, সেখান থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে এমন আরও টুর্নামেন্টের আয়োজন করা প্রয়োজন।’

  জেলা  পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুসহ পৌর কাউন্সিলবৃন্দ, ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ ও যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

চূড়ান্ত খেলায় ২ নম্বর ওয়ার্ডকে ১-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় ১৯ নম্বর ওয়ার্ড।

image_print