প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ভোলায় মানববন্ধন

ভোলা প্রতিনিধি:
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বাস্তবায়নের দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দিকে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শতাধিক সহকারী শিক্ষকবৃন্দ।
পরে সংক্ষিপ্ত সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন শিক্ষকরা বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিশুকে যেমন মা-বাবারা কোলে নিয়ে যত্ন করে বড় করে তোলেন, সেই কোলের শিশুদের আদর-যত্ন করে লেখাপড়া করাতে হয়। দশম গ্রেড আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, আমরা শিক্ষক হিসেবে লজ্জিত। সকল ক্ষেত্রে দশম গ্রেড চালু আছে, তাহলে আমাদের কেন হবে না? এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সুশৃঙ্খলভাবে আন্দোলন অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর