Home প্রধান খবর দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ়: পরিকল্পনা মন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ়: পরিকল্পনা মন্ত্রী

41
0
SHARE

নিজস্ব প্রতিবেদক:

 দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ় এবং দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয়া হয় না বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

   মন্ত্রী মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনের খসড়া রূপরেখা চূড়ান্তকরণ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন।

  মন্ত্রী বলেন, ‘প্রকল্পের কেনাকাটায় সংঘবদ্ধ দুর্নীতি হয় বলে আমার ধারনা, তবে ব্যক্তিগত দুর্নীতি বেশি হয় বলে মন্তব্য করেন তিনি। দুর্নীতি বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, কারো বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে আইনের মুখোমুখি হতে হবে।’