গত ৩০ আগষ্ট একটি জাতীয় পত্রিকায় বিএনপি নেতার বিরুদ্ধে লঞ্চঘাট ও নৌযান দখলের অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে কচ্ছপিয়া লঞ্চঘাট, যাত্রী পারাপার সেবাসহ কয়েকটি স্পিডবোট ও যাত্রীবাহী ট্রলার দখল এবং দুটি ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা,ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত।
মুলত সরকার পতনের পর যুবলীগ নেতা মনির হোসেন ফারুক তার ৭টি স্প্রিড বোট স্থানীয় শিমুল হাওলাদারের কাছে এবং ২টি স্প্রিড বোট শামীমের কাছে বিক্রি করেছেন। সেগুলো এখন তারা পরিচালনা করছেন। এছাড়া লেনদেনকে কেন্দ্র করে ব্যবসায়ীরা বাজারের ২টি দোকানে তালা দিয়ে চাবি তাদের কাছে রেখেছেন। চরকচ্ছপিয়া ঘাট মনির হোসেন ফারুক তার ঘনিষ্ট হান্নান বেপারী ,সেলিম হাওলাদার, আব্দুল কাদের, আব্বাছ মুন্সি গংদের দায়িত্বে দিয়েছেন। এসবের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার সম্মান ক্ষুর্ন করতে রাজনৈতিক প্রতিপক্ষ সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি করিয়েছেন। আমি উক্ত মিথ্যা সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো.সাইফুল ইসলাম ফারুক মাষ্টার
সাধারণ সম্পাদক
দক্ষিণ আইচা থানা বিএনপি
চরফ্যাশন. ভোলা।