মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর থানার অধীনস্থ ধল্লা পুলিশ ফাঁড়ি পুড়ানোর মামলায় আওয়ামী শ্রমিলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে তার নিজ বাস ভবন থেকে গ্রেপ্তার করা হয়।
ওই আসামী নাম বিল্লাল হোসেন, তিনি জামির্তা ইউনিয়নের চন্দননগর এলাকার নিমাই মোল্লা সন্তান। জানা যায় তিনি জামির্তা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, ধল্লার পুলিশ ফাঁড়িতে আগুন দেয়ার মামলার তদন্তে গ্রেপ্তারকৃত আসামীর সম্পৃক্ততা পাওয়া যায়, পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা যায়।
এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, রবিবার আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫আগষ্ট কে বা কারা ধল্লার পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয়। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাত ৪-৫শ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
আগের পোএ্ট
প্রকৃতি ও পরিবেশ ঠিক রেখে পার্বত্য চট্টগ্রামে বাস্তবমূখী পরিবেশ গড়ে তুলতে হবে: সুপ্রদীপ চাকমা
পরে পোষ্ট
এই বিভাগের আরো খবর