পুলিশের বাঁধা উপেক্ষা করে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক।।

পুলিশের বাঁধা উপেক্ষা করে রাজধানীতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

রোববার রাজধানীর পুরানা পল্টন কালভার্ট রোডের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে মিছিলটি বের হয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এসে শেষ হয়।

 

সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে এ মিছিল করেছেন।

 

এর আগে সন্ধ্যার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। তবে বাঁধা উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিল বের করেন।

 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর বলেন, বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাসে অগ্নিসংযোগ করে মামলার ষড়যন্ত্র করেছিল। এখন থেকে প্রতিটি কর্মসূচিতে বিরোধী দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

 

এসময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ ও শহিদুল ইসলাম ফাহিম প্রমুখ।

এই বিভাগের আরো খবর