
নিজস্ব প্রতিবেদক।।
পিআইবি জার্নালিজম এ্যালামনাই এসোসিয়েশন (পিবজা) নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত।
৯ জুন শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে এ শপথ পাঠ করান জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ কুদ্দুস। পিবজার প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ লুৎফুল কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ধীমান দাস জুয়েল। প্রিন্সিপাল আশরাফুল ইসলাম। পিবজা ও জাতীয় প্রেসক্লাবের সদস্য বরুন কুমার ভৌমিক।

শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ পাঠ করেন নব নির্বাচিত সভাপতি রুহী শামসাদ আরা, সাধারণ সম্পাদক ডাঃ রথীন্দ্রনাথ সরকার, সহ সভাপতি ড. মুহাম্মদ আবু বকর সিদ্দিক (দিপু সিদ্দিকী), মুহাম্মদ মাহবুবুর রহমান, প্রিন্সিপাল এম এ মোনায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মোশারেফ, দানিয়েল মুহাম্মদ আওরঙ্গজেব, অর্থ সম্পাদক তছলিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক, মোঃ বশিরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসরিন আক্তার, ক্রীড়া সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ রবিউল ইসলাম রবি, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, সমাজকল্যান সম্পাদক মোহাম্মদ তারেক উজ্জামান খান, আন্তর্জাতিক সম্পাদক রাজিবুল হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবেদ আহমেদ, নির্বাহী সদস্য এ আর এম মামুন, আদম মালেক, আলম শামস, ড. মোঃ মারুফ নাওয়াজ, মোঃ সাইদুল ইসলাম, মোঃ সারওয়ার হোসেন, মোঃ তানভীর হোসেন, মোঃ জামশেদ আকবর, মোঃ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আনিসুজ্জামন, সাইফুল ইসলাম, আল আজাদ।
