অসহযোগ আন্দোলন

পাঁচ জেলায় সংঘর্ষে নিহত ১২

সময়ের চিত্র ডেস্ক :

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে পালিত হচ্ছে অসহযোগ আন্দোলন কর্মসূচি। রোববার (৪ আগস্ট) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালনকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং পুলিশ সদস্যদের সংঘর্ষ হয়েছে। বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষে পাঁচ জেলায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

 

রংপুর:

রংপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম খসরু। তবে, পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

রোববার দুপুর দেড়টার দিকে নগরীর সিটি কর্পোরেশনের সামনে, সুপার মার্কেট, জাহাজ কোম্পানি ও পায়রা চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়।

 

বগুড়া:

বগুড়ার দুপচাঁচিয়ায় রোববার দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মুনিরুল ইসলাম (৩৪)। বাড়ি কাহালু উপজেলার বীরকেদার এলাকায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন পালনে সকাল ১০টার দিকে দুপচাঁচিয়া উপজেলার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ থানার মধ্যে অবস্থান নিলে আন্দোলনকারীরা থানার গেট ভাঙচুরের চেষ্টা করে। সে সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ১২ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

 

দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামসুন্নাহার ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

 

রোববার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা শহরের সুপার মার্কেট এলাকায় এ সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ৭ জনকে হাসপাতালে আনা হয়। পর্যবেক্ষণ শেষে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

 

কুমিল্লা:

কুমিল্লার দেবিদ্বারে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে আবদুল্লা রুবেল (৩৩) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দুপুরে পৌর এলাকার বনিয়াপাড়ায় মারা যান তিনি।

 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেছেন, সংঘর্ষ চলাকালে রুবেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।

 

নিহত আবদুল্লা রুবেশ পেশায় বাস চালক ছিলেন বলে জানিয়েছে পরিবার। তিনি বারেরা এলাকার ইউনুছ মিয়ার ছেলে।

 

আন্দোলনকারীরা জানান, সড়কে বিক্ষোভ চলাকালে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত হন রুবেল। তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী

ও পুলিশের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

 

এই বিভাগের আরো খবর