রাজনীতি

পদযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে পদযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।

বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই পদযাত্রায় অংশ নিয়েছেন দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন। খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন অনেকে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে কাকরাইল মোড় ও শান্তিনগর মোড় হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। একই দাবিতে আজ সারাদেশে মহানগর, জেলা উপজেলা

পদযাত্রায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা ও ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকছেন।

গত ১০ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button