নেশাজাতীয় ৩৩৮০ পিস ইনজেকশনসহ বাবা-মেয়ে আটক

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি:
সিরাজগঞ্জে অভিনব কায়দায় সবজির বস্তায় ৩ হাজার ৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন পাচারের সময় বাবা ও মেয়েকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ। আটক আকবর আলী রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত মোবার খাঁ এর ছেলে এবং তার মেয়ে শামিমা খাতুন (৩১)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদে বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে সিরাজগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ (কাঠেরপুর) এলাকায় রাস্তার উপরে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় অভিনব কায়দায় সবজির বস্তার ভেতরে মাদক বহনকালে ৩ হাজার ৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত দুজন সম্পর্কে বাবা-মেয়ে। এছাড়াও তাদের কাছ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে এ নেশাজাতীয় ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তী‌তে উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরো খবর