খেলাধুলা

নেইমারের হাতে ৬ষ্ঠ বারের মতো ‘সাম্বা ডি অর’

ক্রীড়া প্রতিবেদক।। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার শোক হয়তো এখনো কাটিয়ে উঠতে পারে নি। গত কয়েক আসর ধরে ইউরোপীয় দলের কাছে হোঁচট খাওয়া যেন সাম্বাবালকরা অভ্যাসে পরিণত করেছেন।

এবারের বিশ্বকাপে নেইমারের প্রতি প্রত্যাশা ছিল অনেক বেশি। এ আসরে দলগতভাবে হয়তো ব্রাজিলকে শতভাগ দিতে পারেন নি নেইমারেরা। তবে ব্যক্তিগতভাবে নিজের স্বাভাবিক খেলা উপহার দিয়ে যাচ্ছেন নেইমার দ্য সিলভা।

সারা বছরের খেলার পারফরম্যান্সে এগিয়ে রয়েছেন ব্রাজিলিয়ান লিগের বাইরে খেলা এই তারকা ফুটবলার। তিনি নিজের দেশে ৬ষ্ঠ বারের মতো সেরা নির্বাচিত হয়েছেন। পেয়েছেন ‘সাম্বা ডি অর’।

গত বছরের পারফরম্যান্স বিচারে ব্রাজিলের বাইরের লিগে খেলা দেশি ফুটবলারদের এ ট্রফি দিয়েছে সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’।

২০০৮ সাল থেকে প্রবর্তন হওয়া পুরস্কারের জন্য সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটে বিজয়ী খেলোয়াড়কে বেছে নেওয়া হয়। এ নিয়ে টানা তৃতীয়বার ট্রফিটি জিতলেন বিশ্বের অন্যতম সেরা ড্রিবলার নেইমার ।

সোমবার নিজের টুইটার একাউন্টে সেই ট্রফি হাতে ছবি দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ষষ্ঠবার’। ফুটবল আকৃতির সেই সোনালি রঙের ট্রফিতে লেখা ‘সাম্বা গোল্ড ২০২২’।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্তের’ খবরে বলা হয়, পুরস্কারটির জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনীত করা হয় ৩০ ফুটবলারকে। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ১২ জন এবং লা লিগা থেকে ৪ জন রয়েছেন। ২০০৮ সালে চালু হওয়ার পর প্রথম ট্রফিটি জিতেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রিকার্ডো কাকা। এরপর আরও ৮ জন তারকা ফুটবলার পুরস্কারটি জিতেছেন।

‘সাম্বা ডি অর’ ট্রফিটি সর্বোচ্চ ৬ বার পাওয়ার দলে রয়েছেন নেইমার ছাড়াও কাকা, লুইস ফাবিয়ানো, মাইকন, ফিলিপে কুতিনিও, রবার্তো ফিরমিনো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button