নিজস্ব প্রতিবেদক:
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন।
রোববার (১০ নভেম্বর) ভোরে শহীদ নূর হোসেনের পরিবারের শ্রদ্ধা নিবেদনের পর থেকে সেখানে উপস্থিত হতে শুরু করে রাজনৈতিক বিভিন্ন সংগঠন।
নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদনে আসা সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাম গণতান্ত্রিক জোট, বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক ছাত্র জোট, ছাত্র ফোরাম, বাসদ (মার্কসবাদী), জাতীয় গণফ্রন্ট, নাগরিক ঐক্য, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, জাতীয় গণফ্রন্ট।
১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে মিছিলে নেমেছিলেন যুবলীগ কর্মী নূর হোসেন। সেদিন পুলিশের গুলিতে মারা যান তিনি।
এদিকে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে নেতাকর্মীদের এক হওয়ার আহ্বান জানিয়ে আজ রোববার বেলা তিনটায় ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ।
শনিবার (৯ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষণা করে, শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল করা হবে।
এরপরই আওয়ামী লীগের কর্মসূচিকে প্রতিহত করার ডাক দিয়ে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সংঘাত এড়াতে রোববার সকাল থেকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মোতায়েন করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেখানে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।
এ ব্যাপারে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী বলেন, নূর হোসেন দিবসকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।