দেশ

নিজাম হাসিনা ফাউন্ডেশন জেলাব্যাপী চক্ষু রোগীদের ফ্রি মিনিবাস সার্ভিস চালু

রফিক সাদী।। ভোলা জেলার প্রতিটি উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের চক্ষু রোগীদের জেলা শহরে বিনামূল্যে যাতায়াত সুবিধার জন্য মিনিবাস সার্ভিস চালু করেছেন নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল। প্রত্যেক উপজেলা হতে শনিবার থেকে বৃহস্পতিবার রুটিন অনুযায়ী সপ্তাহে একদিন সকাল ১০ টায় জেলা সদরের উদ্দেশ্যে ছেড়ে এসে আবার বিকাল ৩ টায় রোগী নিয়ে ফিরে যাবে এই সার্ভিস। শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন উপজেলায় এমনই একটি লিফলেট বিলি করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

 

ভোলা শহরের প্রাণ কেন্দ্র উকিল পাড়ায় অবস্থিত সেবাধর্মী চক্ষু হাসপাতাল নিজাম হাসিনা ফাউন্ডেশন কম মূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকায় ইতোমধ্যে ভোলা জেলার সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। ঢাকা থেকে কম খরচে এখানে উন্নত চিকিৎসা নিতে পেরেছেন বলে জানান, চক্ষু অপারেশনের রোগী লালমোহনের বিবি হাজেরা, তজুমদ্দিনের বাসিন্দা সাফিয়া খাতুন ও বোরহানউদ্দিন উপজেলার কামালউদ্দিন।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বর্তমানে চোখের চিকিৎসায় আন্তর্জাতিক মানের উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এই হাসপাতালে চোখের যে সব অপারেশন করা হয়, তা-হলো

আধুনিক ফ্যাকো মেশিনে চোখের ছানী অপারেশন করা। এছাড়া নেত্রনালী অপারেশন, মাংসবৃদ্ধি বা টেরিজিয়াম (গ্রাফটিং) অপারেশন, গ্লুকোমার অপারেশন, ট্যারা চোখ অপারেশন, শিশুদের চোখের পানি পড়ার প্রবিং এবং ছানি অপারেশন,রেটিনার লেজার এবং অপারেশন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত চোখের চিকিৎসা ও অপারেশন, চোখের এভাসটিন ইনজেকশন, অকুলো প্লাস্টিক অপারেশন যেমন- চোখের পাতা পড়া, টিউমার, কেলাজিয়ন ইত্যাদি রোগের অপারেশন করা হয়। চিকিৎসা সেবা পেতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য ০১৯৫৮১৯১৯৭৭ নাম্বারটি সরবরাহ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button